Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০২০

কুমিল্লায় আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটি এর সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-09-20

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা এর আয়োজনে অতিরিক্ত পরিচালক এর প্রশিক্ষণ কক্ষে, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের সমন্বয়ে, ১৭/০৯/২০২০ তারিখে, আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটি এর সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর- কুমিল্লা; ব্রাহ্মণবাড়িয়া; চাঁদপুর জেলার উপপরিচালকগন; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানী; বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা কেন্দ্র, কুমিল্লা এর বিজ্ঞানী; মৃত্তিকা গবেষণা কেন্দ্র, কুমিলাø এর বিজ্ঞানী; আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা; বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর প্রধানগণ সভায় অংশগ্রহন করেন। সভায় অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা এর সভাপতিত্বে এবং উপপরিচালক, কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ ভুইয়া এর সঞ্চালনায় সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতি উপস্থাপন করেন। এবং পরবর্তী সময়ে কাজের লক্ষমাত্রা সম্পর্কে আলোনা গুরুত্ব পায়। এ সভাটি প্রতি চার মাস অন্তর অন্তর অনুষ্টিত হয়। কৃষি বান্ধব সরকারের টেকসই পরিকল্পনাগুলোকে কাজে লাগিয়ে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাস্তবায়নের জন্য ফসলের অধিক ফলনশীল নতুন নতুন জাত সম্প্রসারণ, ফসলের পরিচর্যা, রোগ ও পোকামাকড় সঠিক সময়ে প্রতিরোধ করা এবং ফসল সংরক্ষনের আধুকি প্রযুক্তি বাস্তবায়ন করা সভায় সিদ্ধান্ত হয়। বিশেষ করে ফলের আবাদ বৃদ্ধির জন্য কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব দেয়া হয়। সে সাথে কৃষির সকল কার্যক্রম বহুল প্রচারের জন্য ভিডিও চিত্র ও স্থির চিত্রের মাধ্যমে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বিগত সময়ের ন্যায় প্রচার অব্যাহত থাকবে বলে সভায় আলোচনা হয়।